Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ জুলাই, ২০১৬ ১৩:২৬
আপডেট :
এবার আইটেমকন্যা পরিনীতি (ভিডিও)
অনলাইন ডেস্ক
এবার আইটেমকন্যা পরিনীতি (ভিডিও)

নার্গিস ফাখরি, মল্লিকা শেরাওয়াত, সানি লিওনের পাশে এবার আইটেমকন্যা হিসেবে নাম লেখালেন বলিউডের 'মিষ্টি মেয়ে' পরিনীতি চোপড়া। সাবলিল অভিনয়ে যে কোন চরিত্রেই মানিয়ে নেন নিজেকে। 'ইসকজাদে' সিনেমায় দেশি স্নিগ্ধ, শুদ্ধ রোমান্সে দেখা গেছে এ নায়িকাকে। এবার ওজন কমিয়ে ফিট শরীরে প্রথমবারের মতো আইটেমকন্যা হিসেবে হাজির হলেন তিনি।  

রোহিত ধাওয়ানের সিনেমা 'ঢিসুম'র 'জানেমান' শিরোনামের একটি আইটেম গানে কোমর দুলিয়েছেন পরিণীতি। এতে স্নিগ্ধ পরিনীতিকে দর্শকরা পাবেন লাস্যময়ী ভূমিকায়। শুধু তাই নয় গানে একটি চুম্বন দৃশ্যেও দেখা যাবে পরিনীতি-বরুণকে। এ সিনেমায় শুধু এই গানেই দেখা যাবে তাকে। এতে তার সঙ্গে রয়েছেন বরুণ ধাওয়ান।

২৯ জুলাই ‘ঢিসুম’ সিনেমাটি মুক্তি পাবে। এ সিনেমায় আরও অভিনয় করেছেন জন আব্রাহাম, বরুণ ধাওয়ান, জ্যাকুলিন ফার্নান্দেজ, অক্ষয় খান্নাসহ অনেকে।

গানের ভিডিও:

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow