Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

প্রকাশ : ১৪ জুলাই, ২০১৬ ১৫:১৯
বাবা হলেন সোহম
অনলাইন ডেস্ক
বাবা হলেন সোহম

বাবা হয়েছেন টলিউডের হার্টথ্রব অভিনেতা সোহম চক্রবর্তী। বৃহস্পতিবার দুপুর একটার দিকে পশ্চিমবঙ্গের ভাগীরথী নেওটিয়াতে এক পুত্র সন্তানের জন্ম দেন সোহমের স্ত্রী তানিয়া।। ২০১২ সালে তানিয়ার সঙ্গে বিয়ে হয় সোহমের। স্বভাবতই বাবা হওয়ার খবরে এখন আনন্দে আত্মহারা সোহম।

শিশু অভিনেতা দিয়ে টলিউডে অভিষেক সোহমের। পরবর্তীকালে ঝুলিতে এসেছে আরও অনেক হিট ছবি। সম্প্রতি সক্রিয় রাজনীতিতেও যোগ দিয়েছেন তিনি। এবার বাবার ভূমিকায় সোহম। ছেলের জন্মের খবর প্রকাশ হতেই টলিউডে জোর গুঞ্জন শুরু হয়ে যায়, ছেলের কী নাম রাখতে পারেন তিনি? পরে জানা যায়, সোহম ছেলের নাম রেখেছেন 'সাঁঝ'।

বিডি-প্রতিদিন/১৪ জুলাই, ২০১৬/মাহবুব
আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow