Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬

প্রকাশ : ১৬ জুলাই, ২০১৬ ১০:৩৭
হামলার পর নিসে রিহানার কনসার্ট বাতিল
অনলাইন ডেস্ক
হামলার পর নিসে রিহানার কনসার্ট বাতিল

ফ্রান্সের নিসে এক কনসার্টে দর্শক মাতানোর কথা ছিল পপ তারকা রিহানার। শান্তি ও ভালবাসার বার্তা দিতে দেশে দেশে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। এজন্য বুধবার ইতালির মিলানে অনুষ্ঠান সেরেই নিসে পৌঁছন তিনি। কিন্তু বৃহস্পতিবার ট্রাক হামলায় ৮৪ জনের মৃত্যুর ঘটনায় তা বাতিলের সিদ্ধান্ত নেন ২৮ বছরের পপ তারকা।

দুর্ঘটনার সময় তিনি নিসেই ছিলেন। তবে ভক্তদের আশ্বস্ত করে রিহানার ব্যক্তিগত সচিব জানান, তিনি সুস্থ আছেন। বাস্তিল দিবস উপলক্ষে উৎসবের জোয়ারে ভাসছিল নিস। শনিবার থেকেই শুরু হওয়ার কথা ‘নিস জ্যাজ ফেস্টিভ্যাল’। সেই অনুষ্ঠান বাতিলের কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।    

বিডি-প্রতিদিন/১৬ জুলাই, ২০১৬/মাহবুব
আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow