Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

প্রকাশ : ১৬ জুলাই, ২০১৬ ২২:৩৯
আপডেট :
ক্যাটরিনার ফেসবুক পেজে ২০ ঘণ্টায় ৪০ লাখ লাইক
অনলাইন ডেস্ক
ক্যাটরিনার ফেসবুক পেজে ২০ ঘণ্টায় ৪০ লাখ লাইক

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ৩৩ বছরে পা রেখেছেন আজ শনিবার। জন্মদিনেই ফেসবুকে অভিষেক হলো তার। চমকপ্রদ তথ্য হলো, মাত্র ২০ ঘণ্টায় এই পেজে লাইক পড়েছে প্রায় ৪০ লাখ।

ক্যাটরিনার আসল আইডি সহজে চেনার জন্য তার নামের পাশে নীল বৃত্তে সাদা টিক চিহ্ন রয়েছে। ফেসবুকে ক্যাটের প্রথম পোস্ট ছিলো নিজের একটি ভিডিও। এতে সাগরমুখী অ্যাপার্টমেন্টে তাকে নগ্ন পায়ে ঘর থেকে বেরিয়ে সবুজে ঘেরা ব্যালকনিতে পায়চারি করতে দেখা যাচ্ছে। একটু নেচেছেনও তিনি। ১৬ ঘণ্টায় এটি দেখা হয়েছে ৬ লাখ ২৮ হাজার বার।

সাধারণ মানুষের মতো ক্যাটরিনাও ফেসবুকে যুক্ত হয়ে উচ্ছ্বসিত। যোগ দেওয়ার পর একটি সাদাকালো ও একটি রঙিন ছবি শেয়‍ার করেছেন তিনি। এর একটি কাভার ফটো ও অন্যটি প্রোফাইল পিকচার বানিয়েছেন তিনি।

বিডি-প্রতিদিন/ ১৬ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow