Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬

প্রকাশ : ১৯ জুলাই, ২০১৬ ১৩:১০
রণবীরের মাথায় চেয়ার ভাঙতে চান সালমান!
অনলাইন ডেস্ক
রণবীরের মাথায় চেয়ার ভাঙতে চান সালমান!

রণবীরের উপরে বেজায় চটেছেন ‘সুলতান’ খ্যাত বলিউড অভিনেতা সালমান খান। এতটাই চটেছেন যে, রণবীরের মাথায় চেয়ার ভাঙতে চান তিনি। সম্প্রতি রণবীরের এক কর্মকাণ্ডতেই সালমান এত চটেছেন।

জানা যায়, প্যারিসের এক প্রেক্ষাগৃহে ‘সুলতান’ দেখতে গিয়েছিলেন রণবীর সিং। সিনেমার মাঝে ‘বেবি কো বেস পসন্দ হ্যায়’ গানটি চলাকালীন পর্দার সামনে নিজেই নাচ শুরু করে দেন স্বভাবচঞ্চল এই বলি-নায়ক। উল্লাসে ফেটে পড়েন দর্শকরাও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই খবর ও ভিডিও।

এই ঘটনা চোখে পড়ে সালমানের। রণবীরের এই ‘বেফিকর’ ঠাট্টা মোটেও হালকা ভাবে নেননি তিনি। সংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করেন। রণবীরের মাথায় চেয়ার ভাঙারও ইচ্ছে প্রকাশ করেন ভাইজান। অভিযোগ তোলেন নিজের দিকে দর্শকের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই কাণ্ড করেছেন রণবীর। এর জন্য রণবীরের থেকে সুলতান টিমের টাকা নেওয়া উচিত বলেও মনে করেন সালমান। সাংবাদিক সম্মেলনে সালমানের পাশেই বসেছিলেন অনুষ্কা। পক্ষ-বিপক্ষের মাঝে শুধু মুখে হাসি বজায় রেখে পরিস্থিতি সামাল দিলেন তিনি।


বিডি প্রতিদিন/১৯ জুলাই ২০১৬/হিমেল-১৩
আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow