Bangladesh Pratidin

প্রকাশ : ২০ জুলাই, ২০১৬ ১৪:৪৭
আপডেট :
৫০০ কোটি ছাড়িয়ে সালমানের 'সুলতান'
অনলাইন ডেস্ক
৫০০ কোটি ছাড়িয়ে সালমানের 'সুলতান'

সালমান খান ও আনুশকা শর্মা অভিনীত 'সুলতান'র দৌড় যেন থামছেই না। গতকাল পর্যন্ত মুক্তির ১২ দিনে বিশ্বব্যাপী মুভিটির আয় দাঁড়িয়েছে  ৫০০ কোটি রুপির বেশি। ফলে বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের দিক দিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে আলী আব্বার জাফর পরিচালিত 'সুলতান। ' খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

৫ জুলাই মুক্তি পায় 'সুলতান। অবশ্য পাকিস্তানসহ আরও কয়েকটি দেশে এটি মুক্তি পায় ৬ জুলাই। মুক্তির পর শুধু  ভারতেই এর আয় দাঁড়িয়েছে ২৬৭.৩১ কোটি রুপি।

বলিউড ইতিহাসে সর্বোচ্চ আয়ের তালিকায় থাকা বাকি মুভিগুলো হলো পিকে (৭৯২ কোটি রুপি), বজরঙ্গি ভাইজান (৬২৬ কোটি রুপি), বাহুবলি (৬০০ কোটি রুপি), ধুম থ্রি (৫৪২ কোটি রুপি)।

বিডি-প্রতিদিন/২০ জুলাই ২০১৬/শরীফ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow