Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

প্রকাশ : ২১ জুলাই, ২০১৬ ১৬:৩০
শুটিংয়ে আহত শ্রদ্ধা
অনলাইন ডেস্ক
শুটিংয়ে আহত শ্রদ্ধা

শুটিং সেটে হোচট খেয়ে পড়ে হাঁটু কেটে বিপাকে পড়েছেন বলিউড তারকা শ্রদ্ধা কাপুর। জানা গেছে, সম্প্রতি বালিতে একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েছিলেন এই টিনএজ সেনসেশন। আর সেখানেই মেঝেতে বিছানো কার্পেটের উপর হোচট খেয়ে মাটিতে পড়ে যান তিনি। এতে তার দুই পায়ের হাঁটুর কাছে বেশ খানিকটা অংশ কেটে যায়। এ কথা জানিয়েছেন শ্রদ্ধা নিজেই।

ইন্সটাগ্রামে আঘাতপ্রাপ্ত হাঁটুর ছবি দিয়ে আশীর্বাদ চেয়েছেন ভক্তদের কাছে। শ্রদ্ধা লেখেন, ‘যদিও অনেক ব্যথা তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা নয়। সবার আশীর্বাদ কামনা করি।’

উল্লেখ্য, বলিউডের এই নতুন সেনসেশনকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘বাঘি’ ছবিতে। সেখানে শ্রদ্ধার বিপরীতে অভিনয় করেছিলেন টাইগার শ্রফ।


বিডি-প্রতিদিন/এস আহমেদ
আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow