Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : ২১ জুলাই, ২০১৬ ২৩:০৪
আপডেট :
যে সিনেমা দেখে বলিউডের প্রেমে পড়েছিলেন সানি লিওন
অনলাইন ডেস্ক
যে সিনেমা দেখে বলিউডের প্রেমে পড়েছিলেন সানি লিওন

বলিউডে নিজেকে মোটামুটি প্রতিষ্ঠা করার পর সানি লিওনকে এখন প্রতিদিনই কোন না কোন সাক্ষাৎকার দিতে হয়। সে সব সাক্ষাৎকারে বেশিরভাগ প্রশ্নই হয় মোটামুটি কমন। কিন্তু মাঝেমাঝে সেইসব সাক্ষাৎকারে উঠে আসে সানির জীবনের বেশ কিছু নতুন তথ্য।

এক ওয়েবসাইটে সাক্ষাৎকারে সানিকে প্রশ্ন করা হয়, প্রথম কোন বলিউড সিনেমা আপনি দেখেন? সানি জবাবে বলেন, সেটা একদম সঠিক মনে করতে পারছেন না। তবে শাহরুখ খানের কোন একটা ছবি ছিল সেটা মনে আছে। আর কিং খানের সেই সিনেমা দেখার পরই বলিউড নিয়ে আগ্রহ তৈরি হয় বলে সানি জানান। কী অবাক করা কথা, যে শাহরুখের সিনেমা দেখে বলিউডকে চিনেছিলেন, সেই শাহরুখের রইসই অভিনয় করবেন তিনি।

একই সঙ্গে বলিউডের বেবি ডল জানান, প্রথমে তিনি বিগ বস অনুষ্ঠানে আসবেন কি না নিশ্চিত ছিলেন না। কিন্তু পরে ড্যানিয়েলের সঙ্গে আলোচনা করে বিগ বসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এখন মন দিয়ে বলিউডে অবিনয় করতে চান। তারপরই নামবেন প্রযোজনায়।

আগামী সপ্তাহে রিলিজ করছে সানির ইরোটিক থ্রিলার 'বেইমান লাভ'। সানির পরপর বেশ কয়েকটি ছবি ফ্লপ করেছে, তাই বেইমান লাভকে নিয়ে একটু আলাদা প্রত্যাশা থাকবে তার।

বিডি-প্রতিদিন/ ২১ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow