Bangladesh Pratidin

প্রকাশ : ২৩ জুলাই, ২০১৬ ০৯:৫৯
আপডেট : ২৩ জুলাই, ২০১৬ ১০:০২
নীল অন্তর্বাসে বাথটাবে অক্ষয়ের উদ্দাম নাচ! (ভিডিও)
অনলাইন ডেস্ক
নীল অন্তর্বাসে বাথটাবে অক্ষয়ের উদ্দাম নাচ! (ভিডিও)

অক্ষয় কুমার মানেই উদ্দামতা। প্রবল এনার্জি। আর সেই এনার্জি ধরা পড়েছিল একটি ভিডিও'য়। যা এখন ইন্টারনেটে ভাইরাল।

বাথরুমের দরজা হাট করে খোলা। এরপর ভিতর থেকে ভেসে আসছে উদ্দাম ইংরেজি গান। আচমকাই বাথটাবের ভিতর থেকে বেরিয়ে এলেন অক্ষয় কুমার। পরণে ‘ব্লু থং’। সারা শরীরে সাবানের ফেনায় ভর্তি। নাচের তালে তালে শরীরকে মেলে দিচ্ছেন অক্ষয়। ৯০-এর দশকে একটি সিনেমায় দৃশ্যায়িত হয়েছিল এই গানটি। কিন্তু, এতো বছর পরও সেই গানের দৃশ্য ছেয়ে গেছে ইন্টারনেটে।

‘ব্লু-থং’-এ অক্ষয়ের পুরুষালি চেহারা যেন আরও দুরন্ত করে তুলেছিল এই দৃশ্যকে। প্রবল এনার্জি সহকারে অক্ষয়ের নাচ কখনও এমন ভাবনার অবকাশ দেয়নি যে, এই গানটি সিনেমার অঙ্গই নয় এবং অক্ষয়ের কথা মাথায় রেখে লেখা হয়নি। কিন্তু, ‘খিলাড়ি’ খ্যাত অক্ষয় বরাবরই চমকে দিতে ভালবাসেন। তাই এই গানে যেভাবে উন্মুক্ত শরীরের ঢেউ তুলেছেন, তাতে আজও যে তার ভক্তরা বিমোহিত, তাতে কোন সন্দেহ নেই। আর যদি এমনটাই না হবে, তাহলে আজ ইন্টারনেটে ছেয়ে যেত না এই ভিডিও।

 

বিডি-প্রতিদিন/২৩ জুলাই, ২০১৬/মাহবুব

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow