Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : ২৩ জুলাই, ২০১৬ ১৫:৪৬
আপডেট :
সোনাক্ষির জীবনে ফিরছে পুরনো প্রেম?
অনলাইন ডেস্ক
সোনাক্ষির জীবনে ফিরছে পুরনো প্রেম?

অভিনেত্রী সোনাক্ষি সিনহার জীবনে বসন্ত এসে গেল? বলিউডের অন্দর মহলে খবর, 'দাবাং' তারকার জীবনে তার পুরনো প্রেম ফিরছে। তবে সেটা এখন পর্যন্ত গুজবের স্তরে। কেননা, ব্যক্তিগত জীবন নিয়ে সোনাক্ষি সিনহা কোনো দিনই এ বিষয়ে মুখ খোলেননি।

শোনা যাচ্ছে, বান্টি সাচদেবের সঙ্গে একসময়ে বেশ ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল সোনাক্ষির। পেশায় সেলিব্রিটি ম্যানেজার বাল্টি সালমান খানেরভাই সোহেল খানের স্ত্রী সীমা খানের ভাই। অতীতে দু’জনের সম্পর্ক থাকলেও মাঝপথে ছন্দপতন ঘটে। দু’জনেই নিজেদের পথে এগিয়ে যান। কেন বিচ্ছেদ হয়েছিল, তার কোন উত্তর পাওয়া যায়নি।

বর্তমানে শোনা যাচ্ছে, দু’জনকে নাকি আবার একসঙ্গে দেখা যাচ্ছে। গত সপ্তাহেই বান্টির ৬০তম জন্মদিনে তাদের বাড়িতে গিয়েছিলেন সোনাক্ষি। সেখানে তার খাতিরদারির নাকি ত্রুটি ছিল না। আরও বড় খবর এই যে, রাতভর বান্টির বাড়িতেই কাটিয়েছেন সোনাক্ষি। পার্টি চলেছিল গভীর রাত পর্যন্ত। যদিও এ নিয়ে সোনাক্ষি বা বান্টির তরফে প্রকাশ্যে কিছু বলা হয়নি।

বিডি-প্রতিদিন/২৩ জুলাই, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow