২৭ জুলাই, ২০১৬ ১৮:৫৬

রেকর্ড তৈরি করেও 'বাহুবলি'র কাছে কেন হারলো 'কাবালি'?

অনলাইন ডেস্ক

রেকর্ড তৈরি করেও 'বাহুবলি'র কাছে কেন হারলো 'কাবালি'?

মুক্তির পর পর যথারীতি রজনীকান্ত ম্যাজিক। একের পরে এক রেকর্ড ভেঙেছে ‘কাবালি’। এই ছবিকে ঘিরে তামিলনাড়ুসহ গোটা ভারতে কার্যত উন্মাদনা চলছে। টিকেট না পেয়ে মালয়েশিয়া প্রবাসী এক রজনীভক্তের আত্মহত্যার ঘটনাও ঘটেছে। কিন্তু এতকিছুর পরও 'বাহুবলি'র কাছে আটকে গেল ‘কাবালি’। 

‘বাহুবলি’-র দুটি রেকর্ড ভাঙতে পারেনি ‘কাবালি’। প্রথমত ‘বাহুবলি’-র প্রথম দিনের বক্স অফিস কালেরশন ছিল ৫০ কোটি টাকা। আর ‘কাবালি’ তুলেছে ৪৯.৩ কোটি টাকা। শুধু তাই নয়, ‘বাহুবলি’-র প্রথম উইকএন্ড কালেকশন ছিল ১৯৭ কোটি টাকা। অন্যদিকে, ‘কাবালি’-র প্রথম উইকএন্ড কালেকশন হয়েছে ১২৮ কোটি টাকা।

উল্লেখ্য, প্রথম দিনের আয়ের নিরিখে বলিউডের ‘সুলতান’, ‘প্রেম রতন ধন পাও’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’-এর রেকর্ড ভাঙতে পেরেছে ‘কাবালি’। কিন্তু 'বাহুবলি'ই আটকে রাখলো ‘কাবালি’ ছবিটিকে।

 

বিডি-প্রতিদিন/ ২৭ জুলাই, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর