২৮ জুলাই, ২০১৬ ১৫:৪৮

নিজেকে নির্দোষ দাবি করলেন মমতা

অনলাইন ডেস্ক

নিজেকে নির্দোষ দাবি করলেন মমতা

বলিউডে নব্বইয়ের দশকের 'বম্বশেল' তকমা, হঠাৎ নিরুদ্দেশ, আন্তর্জাতিক মাদক পাচারের পান্ডা ভিকি গোস্বামীর স্ত্রী হিসেবে আত্মপ্রকাশ, মাদক পাচারে জড়িত থাকার অভিযোগসহ নানা কারণে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন মমতা কুলকার্ণি৷  এতদিন সব মাথায় নিয়ে নাইরোবিতে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন৷  এবারে মুখ খুললেন তিনি। দাবি করলেন, সব অভিযোগ ভুয়া, তিনি নির্দোষ।

নিজেকে নির্দোষ বলে দাবি করে প্রাক্তন বলিউড অভিনেত্রী বলেন, পুলিশের কিছু অফিসার তাকে সামনে রেখে নিজেদের প্রচার করে যাচ্ছে৷ এই কারণেই তার নাম বারবার ড্রাগ ব়্যাকেটের সঙ্গে জড়ানোর চেষ্টা চলছে৷

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মমতা নিজের ও ভিকির সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে ফিরে যান অতীতের কথায়৷ বলেন, বলিউডে আসার কোনও রকম ইচ্ছা ছিল না তার৷ মায়ের বলিউডের স্বপ্ন পূরণ করতে গিয়েই এই পেশায় আসেন তিনি৷ নব্বইয়ের দশকে মায়ের মৃত্যুর পর আর শোবিজে থাকার কোনও কারণ তিনি খুঁজে পাননি৷ হতাশায় ভুগছিলেন নায়িকা৷ সেই সময় ভিকি তার জীবনে আসে৷ ভালবাসার টানে দেশ ছেড়েছিলেন৷ কিন্তু, আজ আর সেই সম্পর্ক নেই বলে দাবি মমতার৷ একই বাড়িতে নাকি তারা অপরিচিতর মতো থাকেন৷

মাদক চক্রের সঙ্গে তার নাম জড়ানো প্রসঙ্গে মমতার বক্তব্য, তার কাছে দুই হাজার কোটি টাকা থাকলে নাইরোবিতে ভাড়া নেওয়া অ্যাপার্টমেন্টে থাকতেন না৷ তার বোনকেও এভাবে মুম্বইয়ের মীরা রোডে সাধারণ ঘরে পড়ে থাকতে হত না৷ তার কাছে এখন সাকুল্যে ২৫ লক্ষ টাকা ডিপোজিট হিসেবে রয়েছে৷ তাতেই দিন গুজরান হয়৷

প্রাক্তন বলিউড অভিনেত্রীর কথায়, ১৯৯৫ সাল থেকে এখন পর্যন্ত তপস্যায় রত তিনি৷ এক যোগিনীর জীবন অতিবাহিত করছেন৷ আধ্যাত্মিক মুক্তিই তার জীবনের একমাত্র লক্ষ্য৷ এই জীবনে গোপনীয়তার কিছু নেই৷


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর