২৯ জুলাই, ২০১৬ ১২:২৭

রজনীকান্তের ‘কাবালি’ নিয়ে অজানা কিছু তথ্য

অনলাইন ডেস্ক

রজনীকান্তের ‘কাবালি’ নিয়ে অজানা কিছু তথ্য

একের পর এক রেকর্ড ভাঙছে ‘কাবালি’। রেকর্ড ছাড়িয়ে গেছে সালমানের 'সুলতান'কেও। রজনীকান্তের সেই ‘কাবালি’ নিয়ে জানুন কিছু অজানা তথ্য:

• ডন হিসাবে রজনীকান্ত ফের পর্দায় ফিরলেন ২২ বছর পরে। ‘ভাষা’ ছবিতে দুই দশক আগে ডনের চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত। ‘কাবালি’ সিনেমায় থাকা ‘নেরুপাদা’ গানটি মাত্র ২২ মিনিটে লেখা হয়েছিল।

• এর আগে রজনীকান্তের যত সিনেমা আছে সেখানে অন্তত একটি করে গান প্লেব্যাক করেছিলেন এস পি বালা সুব্রহ্মণিয়াম স্বামী। কিন্তু, ‘কাবালি’-তে কোন গানই  গাননি এস  পি।

• ‘গ্যাংস্টার ফিল্ম’ হিসাবে ‘কাবালি’-কে যদি নাও ধরা হয় তাহলেও এই ছবিকে ‘সাই-ফাই সুপার ন্যাচারাল’ ছবির তকমা দেওয়া যেতেই পারে।

• এই ছবিতে রজনীকান্ত যে সব অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন তারা সকলেই নতুন। পুরনো পছন্দের লোকেদের সঙ্গে এই ছবিতে কাজ করতে পারেননি রজনীকান্ত।

• সকলেই ‘রজনীকান্ত’-এর জয়গান গাইছে। কিন্তু অনেকেই জানেন না রজনী নন এই ছবির আসল কুশীলব তার মেয়ে সৌন্দর্য।

• ‘কাবালি’-র কাহিনি আসলে বাস্তব জীবনের এক আসল ডনকে ঘিরে। ছবি শুরু থেকে মাত্র ১৫ মিনিটের মধ্যে রজনীকান্তর আবির্ভাব ঘটেছে।

• এটাই একমাত্র ভাতীয় ছবি যা-কে মালয় ভাষায় অনুবাদ করা হয়েছে।

• ‘কাবালি’-র জন্য নিজের ‘সুপারস্টার ইমেজ’-কে ভাঙতে রাজিও ছিলেন রজনীকান্ত।

• ‘কাবালি’-র কোন দৃশ্য যাতে বাইরে না বেরিয়ে যায় তার জন্য ‘ডাবিং’-এর সময় দৃশ্যগুলিকে একে অপরের সঙ্গে বদলে দেওয়া হয়েছিল।

• ‘কবালি’-তে মারপিটের দৃশ্যে নিজেই শুট করেছিলেন রজনী। কোন ‘বডি ডাবল’ তিনি ব্যবহার করেননি।

• ছবিতে যে গাড়িগুলো ব্যবহৃত হয়েছে তারমধ্যে ২৫টি লাক্সারি কারই রজনীকান্তের ভক্তদের দেওয়া।

• ‘কাবালি’কোন কাল্পনিক চরিত্র নয়। বাস্তব জীবনে এক ব্যক্তির দ্বারা অনুপ্রাণিত হয়েই এর কাহিনি।  

সূত্র: এবেলা

 

বিডি প্রতিদিন/২৯ জুলাই ২০১৬/হিমেল-০৬

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর