২ আগস্ট, ২০১৬ ১৩:২১

অমিতাভের বাংলোর দেয়াল টপকে গ্রেফতার কণ্ঠশিল্পী

অনলাইন ডেস্ক

অমিতাভের বাংলোর দেয়াল টপকে গ্রেফতার কণ্ঠশিল্পী

অমিতাভ বচ্চনের বাংলোতে অন্যায়ভাবে দেয়াল টপকে প্রবেশ করে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বলিউড মেগাস্টারের এক অন্ধভক্ত। গত রবিবার মুম্বাইয়ের জুহুর অমিতাভের জলসা বাংলোতে এ ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডের।

আটক ২৩ বছর বয়সী বুলেট বানওয়ারিলাল যাদব নামের ওই যুবক বিহারের বাসিন্দা। পেশায় কণ্ঠশিল্পী যাদব পুলিশি জিজ্ঞাসাবাদে জানান, ৭৩ বছর বয়সী বিগ বিকে ভোজপুরি গান গেয়ে শোনানোর লক্ষ্যপূরণের জন্যই তিনি এ অপরাধ করেছেন।  

জুহু থানার এক পুলিশ কর্মকর্তা জানান, অমিতাভ বচ্চনের সঙ্গে সাক্ষাতের জন্য পাঁচ দিন ধরে চেষ্টা করছিলেন যাদব। শেষমেষ জলসার কাঁটাতার টপকে ঢুকে পড়েন তিনি। কিন্তু তাকে দেখে ফেলে বাড়ির রাঁধুনি। তৎক্ষণাৎ বাড়ির নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ যাদবকে ভারতীয় দণ্ডবিধির ৪৪৭ ধারায় (ঘরে অনধিকার প্রবেশ) গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করে।

প্রসঙ্গত, অমিতাভের বাসায় অনধিকার প্রবেশ করা এই ঘটনা কিন্তু প্রথম নয়। এর আগেও অনেকে এই চেষ্টা করেছিল।

বিডি-প্রতিদিন/০২ আগস্ট, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর