৬ আগস্ট, ২০১৬ ১৫:০০

বন্ধু দিবসে 'শহরে নয়নতারা'

অনলাইন ডেস্ক

বন্ধু দিবসে 'শহরে নয়নতারা'

গোলাম রাব্বানীর রচনায় জয়ন্ত রোজারিও নির্মাণ করেছেন বন্ধু দিবসের বিশেষ নাটক 'শহরে নয়নতারা'। নাটকে অভিনয় করেছেন জুঁই, নাঈম, রাশেদ মামুন অপু প্রমুখ। নাটকের শ্যুটিং হয়েছে ঢাকার উত্তরা এবং দিয়াবাড়িতে। 

নাটক প্রসঙ্গে গোলাম রাব্বানী বলেন, ‘মূলত বন্ধুত্বের সংজ্ঞাটা আসলে কি সেই গল্পটা বলতে চেয়েছি খুব ছোট করে। বন্ধু তো একটা সম্পর্কের নাম। সেই সম্পর্ক অন্য সব সামাজিক সম্পর্কের চেয়ে একেবারেই ভিন্ন। একটা রাজহাঁস, একটা নয়নতারা ফুলের গাছও যে কারো চরম বন্ধু হতে পারে, সেই গল্পটা আছে এখানে।’ 

জয়ন্ত রোজারিও বলেন, ‘আমি চেষ্টা করেছি বন্ধু দিবসের জন্য আলাদা কিছু একটা করার। নাটকটি দেখে বন্ধুত্ব নিয়ে অনেকের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে বলে মনে হচ্ছে।’ 

জয়ধ্বনি মিডিয়া প্রযোজিত নাটকটি রবিবার বন্ধু দিবসে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হওয়ার কথা রয়েছে। 


বিডি-প্রতিদিন/ ০৬ জুলাই, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর