Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৫৬
আপডেট :
সংসার ভাঙনের গুঞ্জনকে গুজব বললেন নিলয়
অনলাইন ডেস্ক
সংসার ভাঙনের গুঞ্জনকে গুজব বললেন নিলয়

শোবিজের আলোচিত জুটি নিলয়-শখ। প্রেম নিয়ে লুকোচুরি, অতঃপর বিয়ের পিঁড়িতে বসে গাটছড়া বাঁধেন দু'জন। কোনো সময় একে অন্যের বিরুদ্ধে করেছেন নানা অভিযোগ।

২০১২ সালের শেষ দিকের কথা। দু'জনের একপ্রকার মুখ দেখাদেখি বন্ধ। তার কিছুদিন পর আবারো তাদের সম্পর্কে বরফ গলতে শুরু করে। দু'জনার প্রেম জমে ওঠে।

এরপর সব গুঞ্জনের অবসান ঘটিয়ে চলতি বছরের ৭ জানুয়ারি হঠাৎ করেই বিয়ে করে ফেলেন নিলয়-শখ। বিয়েতে তাদের দেনমোহর নির্ধারিত ছিল ১০ লাখ টাকা। তারপর শখ তার পুরান ঢাকার বাসা ছেড়ে মিডিয়াতে নিয়মিত কাজ করবেন বলে নিলয়ের সঙ্গে উত্তরায় বাসা ভাড়া নিয়েছিলেন। কিন্তু বছর না যেতেই নতুন করে শোবিজে গুঞ্জনের ডালপালা মেলে। চাউর হয়েছে নিলয়-শখের বৈবাহিক সম্পর্কে ফাটল ধরেছে! ভেঙে যেতে পারে তাদের সুখের সংসার। চাউর হয়, নিলয়ের বাড়িতে নানাভাবে নির্যাতিত শখ। সমস্যা নাকি নিলয়ের মায়ের সঙ্গে।

তবে এসব বিষয়ে শখ কখনো অভিযোগ দাঁড় করাননি। জানাননি তাদের সংসারে কী ঘটছে। মিডিয়াকেও এড়িয়ে গেছেন নানাভাবে।

তবে কথা বলেছেন নিলয়। নিলয়ের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পুরো বিষয়টি অস্বীকার করে গুঞ্জন বলে উড়িয়ে দেন।

নিলয় বলেন, ''শখের সঙ্গে আমার এবং আমার পরিবারের কোনো সদস্যের বিন্দু পরিমাণ ঝামেলা হয়নি। তবে সংসার করতে গেলে যদি টুকটাক মনোমানিল্য হয় সেটা এড়িয়ে যাওয়াই ভালো। ''

এছাড়া নিলয় দাবি করেন, ''তার মা বর্তমানে অস্ট্রেলিয়াতে আছেন। তাহলে শখের সঙ্গে কীভাবে রেষারেষি হবে? নিলয়ের মতে,  তাদের সংসার ভাঙনের খবরটি পুরোপুরি গুঞ্জন। ''

এদিকে, বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া এমন খবরের সত্যতা পাওয়া গেল সম্প্রতি 'ঘর জামাই' নাটকের একটি শুটিং সেটে। গেল সপ্তাহে নাটকটির শুটিং হয় উত্তরার 'আপন ঘর' শুটিং হাউজে। সেখানে শুটিং সেটে উপস্থিত একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, শুটিং স্পটে উপস্থিত ছিলেন মীর সাব্বির সহ ইউনিটের আরও অনেকে। তাদের সামনে শখের শাশুড়ির কথা উঠতেই শখ কান্নায় ভেঙে পড়েন। এমনকি কাঁদতে কাঁদতে শখ নাকি এও বলেন, ''নিলয়ের সঙ্গে আমার বোধ হয় আর বেশি দিন ঘর করা হবে না!''

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow