Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:০৩
অক্ষয় প্রতিদিন পারিশ্রমিক নিচ্ছেন ১ কোটি!
অনলাইন ডেস্ক
অক্ষয় প্রতিদিন পারিশ্রমিক নিচ্ছেন ১ কোটি!

শোনা যাচ্ছে, ২০১৩ সালের ছবি 'জলি এলএলবি'র সিকুয়েলের কাজ এবার এগোচ্ছে জোর কদমেই। আর এই মুভির জন্যই নাকি অক্ষয় কুমার প্রতিদিন পারিশ্রমিক নিচ্ছেন এক কোটি টাকা ! এও শোনা যাচ্ছে 'জলি এলএলবি ২' এর জন্য ৫০ দিনের ডেট ব্লক করেছেন অক্ষয়।

অর্থাৎ সব মিলিয়ে এই ছবির জন্য তার পারিশ্রমিক হবে ৫০ কোটি! বলি ইন্ডাস্ট্রির ইতিহাসে পারিশ্রমিকের অংক দিয়ে অক্ষয় একটা আলাদা রেকর্ড তৈরি করতে চলেছেন বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।

ক্যারিয়ারের এই পর্যায়ে এসে একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন অক্ষয় কুমার। এ বছরে তার তিনটি ছবিই ১০০ কোটির বেশি আয় করেছে! তিন খানের চাইতে তিনি কোনো অংশ কম না তা কাজেই প্রমাণ করেছেন। সেই অক্ষয় কুমারের পারিশ্রমিক যে আকাশছোঁয়া হবে তাতে আশ্চর্য হওয়ার তেমন কিছু। 'এয়ারলিফ্ট', 'হাউসফুল থ্রি' ও 'রুস্তম' এর পর তিনি এখন ব্যস্ত 'জলি এলএলবি ২' এর শুটিংয়ে নিয়েই।

বিডি প্রতিদিন/৪ সেপ্টেম্বর ২০১৬/এ মজুমদার

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow