Bangladesh Pratidin

প্রকাশ : ৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:০৪
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:০৬
কলকাতায় ভিসা জটিলতায় পরীমণি
অনলাইন প্রতিবেদক
কলকাতায় ভিসা জটিলতায় পরীমণি

ভারতে গিয়ে ভিসা জটিলতায় পড়েছেন হালের আলোচিত ঢালিউড অভিনেত্রী পরীমণি। তার ভিসার মেয়াদ শেষ হয়েছে গত শনিবার। তাই ফিরতে বিলম্ব হচ্ছে এই লাস্যময়ীর। গত মঙ্গলবার যৌথ প্রযোজনার ছবি রক্তের ডাবিং করতে কলকাতায় যান পরীমণি। কিন্তু ডাবিং শেষ হতে বিলম্ব হওয়ায় এই বিড়ম্বনায় পড়েন তিনি।

এ প্রসঙ্গে মুঠোফোনে পরীমণি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ''আসলে ডাবিংয়ে বিলম্ব হওয়ায় এই ঝামেলায় পড়লাম। ভেবেছিলাম, বৃহস্পতিবারের মধ্যে দেশে ফিরতে পারব। কিন্তু দুইটি চরিত্রে দু'রকম ভয়েস ডেলিভারি দিতে হয়েছে আমাকে। একটি ছিল সানিয়া, অন্যটি নুরী। তাই সময় একটু বেশি লেগেছে। এরই মাঝে পার হয়ে গেছে ভিসার মেয়াদ। ''

তিনি আরও বলেন, ''ইতিমধ্যে দূতাবাসে যোগাযো্গ করেছি, আজ বিকালে ভিসার মেয়াদ বাড়ানো হবে। সবকিছু ঠিক থাকলে রাতে অথবা কাল সকালে ঢাকায় ফিরবো। ''

উল্লেখ্য, ওয়াজেদ আলী সুমন পরিচালিত যৌথ প্রযোজনার এই ছবিটি ঈদুল আজহায় মুক্তি পাবে। ইতোমধ্যে ইউটিউবে 'রক্ত' ছবির দুটি টিজার ও দুটি গান প্রকাশিত হয়েছে।

বিডি-প্রতিদিন/০৫ সেপ্টেম্বর, ২০১৬/রাসেল/মাহবুব

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow