Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০২:৪৫
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০২:৪৭
কণ্ঠশিল্পী হাবিব এবার গীতিকার
অনলাইন ডেস্ক
কণ্ঠশিল্পী হাবিব এবার গীতিকার

এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক পরিচয়ের সঙ্গে এবার হাবিবের নামের সঙ্গে নতুন করে যুক্ত হলো গীতিকার পরিচয়টি। জানা গেল তার নিজেরই লেখা ‘অজানা পথ’ শিরোনামের একটি গান বের হচ্ছে এই ঈদ।  

ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্ম রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপ এটি উন্মুক্ত হবে আগামী ১১ সেপ্টেম্বর। গানটি থাকবে ‘তোমার ঠিকানায়-২’ নামে হাবিবের আগামি অ্যালবামে।

গীতিকার পরিচয় প্রসঙ্গে হাবিব বললেন, ‘অাসলে অনুভব থেকেই সব কাজ হয়। আমার প্রত্যেকটা সুরের পেছনে একটা না একটা ভেতরের অনুভব থাকে। এটা সেইরকমই। আর গান লেখাটা হলো অনেক অনুভবের মধ্যে থেকে কোনো একটাকে সুরের সঙ্গে কথায়ও প্রকাশ করার চেষ্টা। এই তো!’

জানা যায়, ১৪-১৫ বছর আগে দুই-একটি গান লিখেছিলেন তিনি। তবে সেগুলো কখনো প্রকাশ্যে আনেন নি। সে হিসেবে ‘অজানা পথ’ই হবে তার লেখা প্রথম প্রকাশিত কোন গান।  

বিডি প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow