Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০৩:০১
আপডেট :
আবারও বড় পর্দা মাতাতে আসছে 'এভাটার'
অনলাইন ডেস্ক
আবারও বড় পর্দা মাতাতে আসছে 'এভাটার'

সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে জেমস ক্যামরনের সায়েন্স-ফিকশন সিনেমা 'এভাটার' তুমুল জনপ্রিয় হয়েছিল৷ ২০০৯ সালে ডিসেম্বরে মুক্তির পর বিশ্বব্যাপি সাড়া ফেলেছিল ছবিটি৷ সমালোচক মহলেও টেকনিকাল ইফেক্টের জন্য বেশ প্রশংসিত হয় জেমস ক্যামারনের এই সৃষ্টি৷ 'এভাটার' আসার সাথে সাথেই ভক্তদের জানিয়ে ছিলেন এই ছবির সিক্যুয়েলও তৈরি করবেন তিনি৷ তাই ২০০৯ এর পর থেকে সায়েন্স-ফিকশন সিনেমার ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে আবার নতুন অবতারে ফিরবে 'এভাটার'৷ সিনেমাপ্রেমীদের প্রতিক্ষার অবসান কিছুটা শেষ হল বলাই যায়৷

জেমস ক্যামেরন জানিয়ে দিলেন 'এভাটার' ফিরছে তার দ্বিতীয় পর্ব নিয়ে৷ ২০১৭ সালেই এই ছবির প্রোডাকশনের কাজ শুরু করতে চলেছেন পরিচালক৷ ভক্তদের জন্য আপাতত তিনি সিক্যুয়েলের কাহিনী সম্পর্কে জানিয়েছেন যে এইবার গল্প এগোবে জেক ও নেয়তিরির সাংসারিক জীবন ও তাঁদের সন্তানদের নিয়ে৷ সিনেমাটি রিলিজ করবে ২০২০ সাল নাগাদ৷

অতএব ততদিন আরেকটু অপেক্ষায় থাকতে হবে 'এভাটার' প্রেমীদের৷

 


বিডি-প্রতিদিন/তাফসীর

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow