Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:০৪
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:১১
আমিরের 'সিক্রেট সুপারস্টার' ছবিতেও মোনালি
অনলাইন ডেস্ক
আমিরের 'সিক্রেট সুপারস্টার' ছবিতেও মোনালি

'পিকে' ছবির পর আবারো মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সাথে কাজ করতে যাচ্ছেন মোনালি ঠাকুর। ছবিটিতে নিজের ভূমিকাতেই অভিনয় করবেন ভারতের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী।

‘দঙ্গল’-এর পর ‘সিক্রেট সুপারস্টার’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন আমির। ছবিটিতে আমিরকে সংগীত পরিচালকের ভূমিকায় দেখা যাবে। এই ছবিতেই আমিরের সঙ্গে কাজ করবেন মোনালি। ছবিটিতে মোনালির চরিত্রের দৈর্ঘ ছোট, অর্থাৎ অতিথি চরিত্রে কাজ করছেন তিনি।

‘দঙ্গল’ ছবিতে আমিরের মেয়ের চরিত্রে যে তিনজন অভিনয় করেছেন, তাদের একজনই এ ছবির মূল চরিত্র। যার স্বপ্ন সঙ্গীতশিল্পী হওয়া। ১৫ বছর বয়সী এক তরুণীর সঙ্গীতশিল্পী হয়ে ওঠার গল্পই দেখানো হবে এ ছবিতে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


বিডি-প্রতিদিন/০৯ সেপ্টেম্বর, ২০১৬ /ফারজানা

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow