Bangladesh Pratidin

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:২৫
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৩২
নতুম প্রেমে মজেছেন আনুশকা
অনলাইন ডেস্ক
নতুম প্রেমে মজেছেন আনুশকা

আমস্টারডাম বিমানবন্দরে দেখা মিলল শাহরুখ খানের। সাথে ছিলেন অভিনেত্রী আনুশকা শর্মা। বিমানবন্দরে উপস্থিত বাকি মানুষজনের দিকে নজর দিলেন না দু'জনের কেউই। কাউকে বিশেষ পাত্তা না দিয়ে দু’জন একেবারে নিজেদের মধ্যে মগ্ন হয়ে গেলেন৷ ঠিক আর পাঁচটা প্রেমিক যুগলের মতো।

তবে কি প্রেম করছেন কিং খান এবং আনুশকা! নাকি প্রাথমিক পর্যায়ের মন দেওয়া-নেওয়া চলছে। কিন্তু এসব কিছুই হয়েছে অনস্ক্রিনে। পরিচালক ইমতিয়াজ আলির আগামী ছবি ‘দ্য রিং’এর শুটিংয়ের জন্য বর্তমানে প্রাগে রয়েছেন শাহরুখ ও আনুশকা। আর সেই ছবির শুটিংয়ের জন্যই এই দুই তারকাকে দেখা গিয়েছে বেশ অন্তরঙ্গ অবস্থায়। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক ইমতিয়াজ আলি নিজেও।

শাহরুখ খান যেখানে শুটিংয়ের ফাঁকে ছেলে আব্রামের সঙ্গে সময় কাটাচ্ছিলেন, অন্যদিকে আনুশকা হাজার ব্যস্ততার মাঝে ভক্তদের সঙ্গে তুলছিলেন সেলফি। সব মিলিয়ে শুটিং সেশন সকলেই বেশ উপভোগ করছিলেন।

 

বিডি-প্রতিদিন/তাফসীর

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow