Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৪৪
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:২৩
এবার নতুন রূপে সানি লিওন
অনলাইন ডেস্ক
এবার নতুন রূপে সানি লিওন

সানি লিওন বড় পর্দায় বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন। ছবি হিট না হলেও বেশ প্রশংসা অর্জন করেছেন তিনি। ‘এমটিভি স্প্লিটসভিলা’-তে তার সঞ্চালনাও যথেষ্ট চর্চিত। তবে এবার তাঁকে দেখা যাবে ছোটপর্দার একটি জনপ্রিয় ধারাবাহিকে।  

এন্ড টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘ভাবি জি ঘর পর হ্যায়’-তে অভিনয় করত যাচ্ছেন সানি। ইতিমধ্যেই তিনি শ্যুটিংও শুরু করে দিয়েছেন। ধারাবাহিকের ঘটনা অনুসারে সানি এন্ট্রি নেবেন সেই পাড়ায়, যেখানে থাকেন এই ধারাবাহিকের মূল চরিত্ররা অর্থাৎ ভিভুতি(আসিফ শেইখ), অনিতা(সৌমিয়া টনডন), অঙ্গুরী(শুভাঙ্গী আত্রে) এবং মনমোহন (রোহিতাশ গৌড়)।  

জানা গেছে, সানির সঙ্গে শ্যুটিং নিয়ে উচ্ছ্বসিত পুরো ইউনিটই। ধারাবাহিকের অঙ্গুরী তথা শুভাঙ্গীর কথায়, সানি লিওনের সঙ্গে কাজ করে তাঁরা ভীষণ আপ্লুত। সানি অভিনয়টা কেমন করবেন আর ধারাবাহিকে তাঁকে কতখানি আকর্ষণীয় লাগবে এখন সেটাই দেখার বিষয়।

বিডি প্রতিদিন/ মজুমদার

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow