Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:১৯
আপডেট :
কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন রাধিকা
অনলাইন ডেস্ক
কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন রাধিকা

কাস্টিং কাউচ শব্দটি বলিউডে এখন প্রচলিতই বলা চলে। দিনে দিনে বলিপাড়ার এই অন্ধকার জগতের কাহিনী জনসম্মুখে আসছে। কারিশমা তন্না, সুরভিন চাওলা থেকে শুরু করে রণবীর সিং পর্যন্ত কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন। সেই তালিকায় এবার ডোগ হলো রাধিকা আপ্তের নাম। সবার সঙ্গে নিজের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন এই অভিনেত্রী।

ভারতের এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাধিকা জানিয়েছেন, দু-দু’বার এই অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে তাকে। একবার দক্ষিণের এক অভিনেতা হোটেল রুমের ইন্টারকম থেকে ফোন করে নাকি অশ্লীল ইঙ্গিত দিয়েছিলেন। সেই তারকাকে অবশ্য ভাষার মাধ্যমেই উচিত শিক্ষা দিয়েছিলেন রাধিকা।  

আবার বলিউডের একজন নাকি ফোন করে রাধিকাকে বলিউডের এক প্রযোজকের শয্যাসঙ্গীনি হতে বলেছিলেন। এই বিষয়টিও ‘দাবাং’ স্টাইলেই হ্যান্ডেল করেছিলেন ‘পার্চড’ অভিনেত্রী। অভিনয়ের জন্য প্রয়োজনীয় সাহসী দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই রাধিকার। তবে কারো নোংরা প্রস্তাবে সাড়া দিতে একেবারেই রাজি নন তিনি। অনৈতিক কাস্টিং কাউচের বিরুদ্ধে নিজের সহকর্মীদের রুখে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন অভিনেত্রী।


বিডি-প্রতিদিন/ ২১ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow