Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:১০
আপডেট :
অবয়ব নাট্যদলের 'ফেরিওয়ালা'
অনলাইন ডেস্ক
অবয়ব নাট্যদলের 'ফেরিওয়ালা'

 

অবয়ব নাট্যদলের প্রযোজনায় 'ফেরিওয়ালা' মঞ্চস্থ হবে আজ। সন্ধ্যা ৭ টায় সেগুন বাগিচা শিল্পকলায় এটি মঞ্চস্থ হবে।  

নাটকটির কাহিনী সূত্র হলো, চাড়াল জাতের দরিদ্র তরুণ লকাই ছুটতে ছুটতে এসে অশক্ত বাবা নীলকণ্ঠিকে খবর দেয়-শহর থেকে এক সাহেব এসেছে তাদের দুঃখ-কষ্ট কিনতে। কাজেই বাপ-ব্যাটা মিলে তাদের যাবতীয় দুঃখ-কষ্ট একটা কলসীতে ভরে বিক্রি করতে যায়। স্থানীয় মেম্বার এসে বলে এসব মামুলী দুঃখ-কষ্ট সম্বন্ধে ক্রেতারা আগ্রহী নয়, তারা চায় ভিন্ন রকম কোন দুঃখ-কষ্ট। এরপর লকাই আর নীলকণ্ঠি হিসাব করে দেখে বহু আন্দোলন সংগ্রামের প্রতীক প্রাচীন একটা ত্রিশূল আছে তাদের ঘরে। মেম্বার তার আর্থিক লাভের আশায় ঐ ত্রিশূল বিক্রি করতে তাদের উৎসাহ দেয়। লকাই রাজি হলেও বেঁকে বসে নীলকণ্ঠি। সে এই পারিবারিক ঐতিহ্য রক্ষা করতে চায়। এ নিয়ে পুত্রের সাথে বিরোধ হয় পিতার। এক পর্যায়ে ঐ ত্রিশূলে আত্মহত্যা করে নীলকণ্ঠি। মেম্বার লকাইকে পরামর্শ দেয় লাশের বুক কেটে ত্রিশূলের ফলা বের করে দ্রুত বিক্রির জন্য। ততক্ষণে বোধোদয় হয় লকাইয়ের, এবার সে বেঁকে বসে। পরে লোলুপ মেম্বার লকাইকে হত্যা করে হস্তগত করে ঐকিহ্যবাহী ত্রিশূলটি।

নাটকটিতে অভিনয় করবেন, কাজী দেলোয়ার হেমন্ত ( লকাই ), মাহমুদ হাসান জনি ( মেম্বার ), ফ্রাংকোলিন সরকার (নীলকণ্ঠি), তানজিবা আক্তার শোভা, আবু সাঈদ, তানভীর, অপূর্ব দাস, আব্দুল হান্নান, এম ডি হাবিব, নাজমুল ইসলাম প্রমুখ। নাটকটি রচনা করেছেন আসাদুজ্জামান (দুলাল)। নির্দেশনায় রয়েছেন শহিদুল হক খান শ্যানন।


বিডি প্রতিদিন/হিমেল

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow