Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০১৬ ১১:১০
মাদাম তুসোতে আলাদা হলো ব্র্যাঞ্জেলিনার মূর্তি
অনলাইন ডেস্ক
মাদাম তুসোতে আলাদা হলো ব্র্যাঞ্জেলিনার মূর্তি

হলিউডের ব্র্যাঞ্জেলিনা জুটিকে মনে করা হতো অবিচ্ছেদ্য। হলিউডে যেখানে মাস ঘুরতেই সম্পর্কে ভাঙে সেখানে তারা এক সঙ্গে এক যুগের বেশি সময় কাটিয়ে দিয়েছেন। তাই বাকি সময়টাও যে তাদের সুখের কাটবে সে ব্যাপারে কারোই খুব একটা সন্দেহ ছিল না।

তাই লন্ডনের মাদাম তুসো কর্তৃপক্ষও নিজেদের বানানো ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির মূর্তি দুটোকেও একসাথেই রেখেছিল। একেবারে যেন মানিকজোড়। কিন্তু দু'জনের বিচ্ছেদের খবর শুনে অন্য সবার মতো তারাও বিস্মিত হয়েছেন। বিচ্ছেদের খবর প্রকাশের ২৪ ঘন্টা না ঘুরতেই ব্র্যাঞ্জেলিনাকেও আলাদা করেছেন তারা।

বুধবার কর্তৃপক্ষ জানায়, ২০১৩ সালে মাদাম তুসোতে এ দম্পতির মূর্তিগুলো স্থান পায়। এখন এগুলোকে 'সম্মানজনক দূরত্বে' রাখা হয়েছে। সূত্র : সিএনএন

 

বিডি প্রতিদিন/২২ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow