Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০১৬ ১২:০০
আপডেট :
উরি হামলা; পাকিস্তান সফর বাতিল কুমার শানুর
দীপক দেবনাথ, কলকাতা

উরি হামলা; পাকিস্তান সফর বাতিল কুমার শানুর

ভারত শাসিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে হামলার প্রেক্ষিতে পাকিস্তান সফর বাতিল করলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানু। আগামীকাল ২৬ সেপ্টেম্বর পাকিস্তানে অনুষ্ঠান করতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু বুধবারই পাকিস্তানের অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেন বলিউডের এই জনপ্রিয় গায়ক।

গত রবিবার উরিতে জঙ্গি হামলার পরই পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে সেনাবাহিনী, সেলিব্রিটিরা। জঙ্গি হামলার বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, বিরাট কোহলি, বীরেন্দ্র সেওয়াগ, বিজেন্দ্র সিংসহ সেলিব্রিটিরা। এবার সেই তালিকায় যোগ হলেন কুমার শানু।

শানু বলেন, ‘আমি আমার দেশকে ও সেনা জওয়ানদের ভালবাসি এবং শ্রদ্ধা করি। তাই উরি হামলার পর ২৬ সেপ্টেম্বর পাকিস্তানের অনুষ্ঠান বাতিল করেছি। তাছাড়া আমাদের রক্ষা করতে আমাদের আরও শক্তিশালী হতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের হামলার পুনরাবৃত্তি না হয়। ’

বিডি-প্রতিদিন/২২ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow