Bangladesh Pratidin

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১১:০১
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১১:০৩
‘মিলান ফ্যাশন উইক’এ হয়রানির শিকার গিগি হাদিদ
অনলাইন ডেস্ক
‘মিলান ফ্যাশন উইক’এ হয়রানির শিকার গিগি হাদিদ

‘মিলান ফ্যাশন উইক’এ হয়রানির শিকার হয়েছেন গিগি হাদিদ। জানা গেছে, ‘মিলান ফ্যাশন উইক’ শো’য়ের শেষে ভিড় ঠেলে গিগি এবং তার বোন বেলা গেটের বাইরে গাড়ির দিকে এগোচ্ছিলেন। এসময় ভক্তরা সেল্‌ফি তুলছিলেন যথারীতি।  

এর মধ্যেই হঠাৎ পিছন থেকে গিগিকে জড়িয়ে ধরে কোলে তুলে নেন এক ব্যক্তি! গিগিও সঙ্গে সঙ্গে তার মুখে ঘুষি চালান সজোরে। তার পরেই গিগিকে ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে যান সেই ব্যক্তি। পরে জানা গেছে, ব্যক্তিটি ভিটালি সেডিয়াক, যিনি হলিউড সেলিব্রেটিদের হেনস্থা করার জন্য কুখ্যাত! 

এর আগেও কেন্ডেল জেনার, ম্যাডোনা, উইল স্মিথের মতো তারকাদের বিরক্ত করেছেন ভিটালি। ব্র্যাড পিটকে হেনস্থা করার পর জেলেও যেতে হয়েছিল তাকে। ঘটনার পর নিজের বক্সিং কোচকে ধন্যবাদ জানিয়ে গিগি টুইট করেছেন, ‘মেয়েরা, নিজেদের প্রস্তুত রেখো। বিপদে পড়লে কিন্তু পেশির জোরটাই কাজে আসবে’!


বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৬/হিমেল

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow