Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৩৯
আপডেট :
ফের প্রেমে পড়লেন রণবীর!‌
অনলাইন ডেস্ক
ফের প্রেমে পড়লেন রণবীর!‌

ফের প্রেমে পড়েছেন রণবীর কাপুর!‌ কমল হাসানের বড় মেয়ে ও অভিনেত্রী শ্রুতি হাসানকে নাকি মনে ধরেছে তার!‌ এ নিয়ে বলিউডে জোর গুঞ্জন চলছে। কয়েক মাস আগে একসঙ্গে বিজ্ঞাপনের শ্যুটিং করেছিলেন দু’‌জনে। তখনই নাকি শ্রুতিকে ভাল লেগে যায় কাপুর তনয়ের।  

প্রথমে বন্ধুত্ব এবং তারপর মন দেওয়া নেওয়ার শুরু। তবে শ্রুতির সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছেন রণবীরের সহযোগীরা। তাদের মতে, রণবীর ও শ্রুতি দু’‌জনেই একা। তাই বন্ধুত্ব জমে গিয়েছে। এরমধ্যে প্রেম–ভালবাসা নেই।  

রণবীর এখন একা থাকতে চান। এবছরের শুরুতেই ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ইতি টানেন রণবীর। ক্যাটরিনা বিয়ে নিয়ে জোর করাতেই নাকি সরে এসেছিলেন তিনি!‌


বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৬/হিমেল

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow