Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:৩৭
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৪১
বাপ্পির বিয়ের গুঞ্জন
অনলাইন ডেস্ক
বাপ্পির বিয়ের গুঞ্জন

দীর্ঘ দুই বছর প্রেম করার পর ঢালিউডের জনপ্রিয় নায়ক বাপ্পি বিয়ে করেছেন। পাত্রী নিউইয়র্কের কুইন্সের স্থায়ী বাসিন্দা বাংলাদেশী বংশোদ্ভুত সৃজয়া সরকার তুলতুলি। সম্প্রতি এমন খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।  

গত মাসে নিউইয়র্কে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যান বাপ্পি। সেখানেই নাকি বিয়েটাও সেরে ফেলেন তিনি। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একজন উকিলের মাধ্যমে বিয়ে রেজিস্ট্রি হয় বাপ্পি-তুলতুলির। বিয়ের সময় দু'জনার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।  

গুজব উঠেছে, মূলত আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করার জন্য নাগরিকত্ব পেতেই আমেরিকান নাগরিকত্বধারী মেয়ে পছন্দ করেন বাপ্পি। বিয়ের পর একই ফ্লাইটে তারা দু'জন বাংলাদেশে ফিরেন। দেশে ফিরে বাপ্পির ফ্ল্যাটেই নাকি উঠেছেন তুলতুলি। তবে বাপ্পির বিষয়টি অস্বীকার করে জানান, তুলতুলি নামের কাউকে তিনি চেনেন না। তুলতুলি নামটিও নাকি তিনি প্রথম শুনেছেন!

 

বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow