Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ২১:১৬
আপডেট :
'অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে বেশ কমফোর্ট ছিলাম'
অনলাইন ডেস্ক
'অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে বেশ কমফোর্ট ছিলাম'

টলিউডের সমসাময়িক অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। আসন্ন পূজায় মুক্তি পেতে যাচ্ছে মিমি এবং ভিনীত এর ‘গ্যাংস্টার’ সিনেমাটি। এতে নবাগত চিত্রনায়ক যশের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি সিনেমাটির ট্রেইলার ও গান প্রকাশিত হয়েছে। এতে মিমি চক্রবর্তীকে দেখা গেছে বেশকিছু অন্তরঙ্গ দৃশ্যে।

এ নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিমি বলেন, ''প্রথমে আমি ভেবেছিলাম অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় অসুবিধা হবে। কিন্তু শুটিংয়ের সময় কোনো সমস্যা হয়নি। বরং আমরা খুব কমফোর্ট ছিলাম। ''

উল্লেখ্য, সিনেমাটি নির্মাণে বেশ মুন্সিয়ানা দেখিয়েছেন নির্মাতা বিরসা দাশগুপ্ত। অন্তত প্রকাশিত গান, ট্রেইলার সে কথাই বলছে। গত দেড় মাস আগে তুরস্কে শুটিং শেষ করে কলকাতায় ফিরেছেন সিনেমাটির শুটিং ইউনিট। এই সিনেমার মাধ্যমে ছোট পর্দার অভিনেতা যশ বড়পর্দায় পা রাখতে যাচ্ছেন।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow