Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০৩:৫৮
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১০:১৬
অবশেষে নিজের প্রেমিকাকে প্রকাশ্যে আনছেন দেব!
অনলাইন ডেস্ক
অবশেষে নিজের প্রেমিকাকে প্রকাশ্যে আনছেন দেব!

দেব কি সিঙ্গেল। নাকি লুকিয়ে লুকিয়ে মিঙ্গেল! বিভিন্ন সময় অনেকের সঙ্গে নাম জড়িয়েছে জনপ্রিয় এই নায়কের। তবে দেবের মুখে শোনা গিয়েছিল শুধু শুভশ্রীর নাম। কিন্তু ব্রেকআপের পর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খোলেননি দেব।  

যদিও বান্ধবী রুক্মিণীর সঙ্গে তার প্রেমকথা টলিপাড়ায় ফেমাস। তবে এবার ঘটনা অন্যরকম। টলিউডে যোগ হতে চলেছেন রুক্মিনী। আর তাকে লঞ্চ করছেন দেব নিজেই।

টলিপাড়ার গুঞ্জন, মডেলিংয়ের পাশাপাশি এবার অভিনয়ে হাতেখড়ি হতে চলেছে রুক্মিনী। পরিচালক রাজ চক্রবর্তীর আগামী ছবিতে দেখা যাবে তাকে। যে ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন স্বয়ং দেব। তবে রুক্মিণীর বিপরীতে কে থাকছে, সেটা এখনও জানা যায়নি।

নিন্দুকেরা বলছেন, রুক্মিনীর রাগ ভাঙাতেই নাকি এমনটা করছেন দেব। প্রথম প্রযোজিত ছবিতে প্রাক্তন প্রেমিকাকে নিয়েছেন। তাই তার তো প্রাপ্তি কিছু থাকবেই। তাই দেবের সেকেন্ড সিনেমায় আসছেন রুক্মিণী।

তবে এখন নিজের সম্পর্কে বন্ধুত্বের মোড়কেই রেখেছেন দু'জনে। তাই প্রেমিকা নয় বান্ধবীকে লঞ্চ করছেন দেব!

সূত্র: কলকাতা ২৪

 

বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৬/ হিমেল

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow