Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০৪:২৩
বিয়ে করছেন লিসা হেইডেন!
অনলাইন ডেস্ক
বিয়ে করছেন লিসা হেইডেন!

বিয়ে করতে চলেছেন 'কুইন' ছবির অন্যতম অভিনেত্রী লিসা হেইডেন। ইনস্টাগ্রামে প্রকাশিত ছবির ফুলের তোড়া তেমনই ইঙ্গিত দিচ্ছে।

হয়তো আর কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।  

জীবনসঙ্গী বাছাইয়ের ব্যাপারে যে এর মধ্যে বেশ কয়েক কদম এগিয়ে গেছেন, ইনস্টাগ্রামে একরাশ ছবি ও মেসেজ পোস্ট করে তেমন ইঙ্গিতই দেন এ বলিউড অভিনেত্রী। বয়ফ্রেন্ড দিনো লালভানির সঙ্গে বছর খানেক হলো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে লিসার।  

সম্প্রতি ইনস্টাগ্রামে দু'জনের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে নিজেদের বাগদানের কথাও ঘোষণা করেছেন। বিমানবন্দরে দু'জনের চুম্বনরত ছবির নীচে লিসা লিখেছেন, 'ওকে, বিয়ে করছি। '


বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow