Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৫৬
আপডেট :
সালমানের সঙ্গে কাজ করবেন না ফাওয়াদ
অনলাইন ডেস্ক
সালমানের সঙ্গে কাজ করবেন না ফাওয়াদ

উরি হামলার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্কের পুরো হিসেব-নিকেশই উল্টো হয়ে গেছে। রাজনৈতিক অঙ্গণ ছড়িয়ে এখন তা গ্রাস করেছে দুই দেশের সাংস্কৃতির মেলবন্ধনকেও। হুমকির মুখে পড়ে অন্যান্য পাকিস্তানী তারকার মতো ভারত ছেড়ে গেছেন বলিউডের পরিচিত মুখ ফাওয়াদ খান। এবার ভারতীয় ছবি থেকেও বাদ পড়লেন তিনি।
 
বলিউড অভিনেতা সালমান খানের প্রযোজনা প্রতিষ্ঠানের অধীনে নির্মিত হতে যাওয়া ছবিতে মূল চরিত্রে কাজ করার কথা ছিল 'খুবসুরুত' অভিনেতা ফাওয়াদ খানের। ছবিটির পরিচালক নিতিন কক্করও ঘটা করে সেটা জানিয়েছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো নিতিন এখন দাবি করছেন, তিনি নাকি কখনই এমন কথা বলেননি! নিতিন জোর গলায় এও বলে বেড়াচ্ছেন, তার ছবিতে ফাওয়াদ অভিনয় করছেন না।

বলিউডে শিগগির মুক্তি পাচ্ছে ফাওয়াদ খানের 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিটি। হুমকির কারণে ভারত ছেড়ে যাওয়ায় ছবিটির প্রচারণায়ও অংশ নিতে পারছেন না ললিউডের এই হাটথ্রুব। সূত্র : টাইমস অব ইন্ডিয়া


বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow