Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০৫:৪২
‘ফোর্স ২’এ বাইকের পর মার্সিডিজ তুললেন জন আব্রাহাম (ভিডিও)
অনলাইন ডেস্ক
‘ফোর্স ২’এ বাইকের পর মার্সিডিজ তুললেন জন আব্রাহাম (ভিডিও)

বলিউডের ব্যবসা সফল ছবি ‘ফোর্স’ এর কথা মনে আছে। সেই ছবির নায়ক ছিলেন জিন আব্রাহাম।

ছবিতে সম্পূর্ণ একটি বাইক তুলে ফেলেছিলেন জন আব্রাহাম। বাইকের ওজন ছিল ১৫০ কিলোগ্রাম। ‘ফোর্স’ছবির সিক্যুয়েল হিসেবে মুক্তি পেতে যাচ্ছে ‘ফোর্স ২’। এই সিক্যুয়েলে ১৫৮০ কেজির একটা মার্সিডিজ বেন্‌জ তুলতে দেখা যাবে জনকে।

ক্যামেরার কারসাজি নয়, জন যে সত্যিই বাইক নিজের হাতে তুলেছিলেন সেটা প্রথম ছবির প্রচারে গিয়ে হাতেকলমে দেখিয়ে দিয়েছিলেন এই অভিনেতা।

এবারেও জন যথাসাধ্য চেষ্টা করে তুলে ফেলেছেন গাড়ি। যদিও এক্ষেত্রে তাকে অল্পবিস্তর সাহায্য নিতে হয়েছে । কারণ কারও একার পক্ষেই সম্পূর্ণ একটি গাড়ি তোলা সম্ভব নয়! হাঁটুর চোট থাকা সত্ত্বেও জন যতটা করেছেন, তার প্রশংসায় পঞ্চমুখ ‘ফোর্স টু’র পরিচালক অভিনয় দেও।


বিডি-প্রতিদিন/৩০সেপ্টেম্বর, ২০১৬/তাফসীর

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow