Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২ অক্টোবর, ২০১৬ ১৯:৫১
আপডেট : ২ অক্টোবর, ২০১৬ ১৯:৫৭
অমিতাভের চেয়ে বড় অভিনেতা আমির
অনলাইন ডেস্ক
অমিতাভের চেয়ে বড় অভিনেতা আমির

অমিতাভ বচ্চনকে বলা হয় বলিউডের 'শাহেনশাহ'। অথচ তার চেয়ে নাকি নিঃসন্দেহে বড় অভিনেতা আমির খান। কোনো আমির ভক্তের নয়, এ কথা বলেছেন স্বয়ং অমিতাভ বচ্চন।

‘‌থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় নিজের সহ অভিনেতাকে এভাবেই প্রশংসায় ভাসালেন বলিউড মেগাস্টার। যশরাজ ফিল্মসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন বিজয়কৃষ্ণ আচার্য।

রবিবার এক সাক্ষাৎকারে অমিতাভ বলেন, ‘‌আমিরকে নিঃসন্দেহে বড় অভিনেতা বলা যায়। তার কাজ এবং সিনেমাগুলোকে আমি খুব উপভোগ করি। সব দিক থেকেই আমির একেবারে পারফেক্ট। ’‌

এই সিনেমাটি ছাড়াও রাম গোপাল ভার্মার ‘‌সরকার ‌৩’ সিনেমাটিতেও কাজ করবেন বলে জানিয়েছেন অমিতাভ। যদিও অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজ করার যে গুঞ্জন বলিউডে চলছে, সেটা নাকচ করে দিয়েছেন তিনি। বলেন, ‘‌না, সেরকম কোন কথা অনুরাগের সঙ্গে হয়নি। ‘‌যুদ্ধ’ সিনেমাটির শ্যুটিংয়ের সময় আমাদের মধ্যে কথা হয়েছে। তবে কোন কিছুই চূড়ান্ত হয়নি। ’‌‌

বিডি-প্রতিদিন/০২ অক্টোবর, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow