Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ৪ অক্টোবর, ২০১৬ ০৩:০৭
কারিনার যে ভিডিও ভাইরাল!
অনলাইন ডেস্ক
কারিনার যে ভিডিও ভাইরাল!

এর আগে খবর ছড়িয়েছিল, অন্তঃসত্ত্বা স্ত্রীর একটু বেশি খাওয়া নিয়ে ভালমতোই কথা শোনাচ্ছেন সাইফ আলি খান! তাও প্রতিদিন নিয়ম করে! এ কথা নিজের মুখেই বলেছিলেন কারিনা কাপুর খান! সেই খবরের রেশ কাটতে না কাটতেই এবার ভাইরাল হল একটি ভিডিও! যা বলে দিল, স্বামীর অবহেলা নিয়ে বড়ই মনোকষ্টে রয়েছেন নায়িকা।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সোফায় আধাশোওয়া অবস্থায় একটা বই পড়ছেন কারিনা।

তার মাঝে স্বামী সাইফ আলি খানের ফোন এল! স্ত্রীর খোঁজ নেওয়ার জন্য নয় বরং দরকারি জিনিস কোথায় আছে, তা মনে করতে না পেরেই হয়তো সেই ফোনটি এসেছিল! 

তাই অন্য গৃহবধূদের মতোই নিতান্তই অনিচ্ছাসত্ত্বে সোফা ছেড়ে উঠে সেই দরকারি জিনিস খোঁজা শুরু করলেন কারিনা। আর এই ফাকে স্বামীকে বকছিলেন তিনি। তারপর কী হল, সেটা না হয় দেখে নিন নিচের এই ভিডিওতে-

 

 

বিডি প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৬/হিমেল

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow