Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৪ অক্টোবর, ২০১৬ ২১:১৬
আপডেট : ৪ অক্টোবর, ২০১৬ ২১:১৭
পূজার গানে মডেল হলেন পিয়া
অনলাইন ডেস্ক
পূজার গানে মডেল হলেন পিয়া

আর কয়েক দিন পরেই সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উপলক্ষে চলছে শেষ মুহূর্তের আয়োজন। এই উৎসবে নতুন মাত্রা যোগ করতে পূজার একটি বিশেষ গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি।  আর সেই গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন আন্তর্জাতিক মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়া এবং চিত্রনায়ক শিপন।

ইতিমধ্যেই গানটির দৃশ্যধারণ শুরু হয়েছে। ‘পূজো এলো’ এই শিরোনামের গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর করেছেন মিলন এবং সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ ও এমএমপি রনি। মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন সৈকত রেজা।

খুব শিগরিই গানটি প্রকাশ করা হবে। এ বিষয়ে মডেল পিয়া বলেন, ‘গানটির কথা অনেক সুন্দর। আর ধর্মটা আসলে যার যার হওয়া উচিৎ এবং উৎসবটা সবার বলেই আমি মনে করি’। গানটিতে ন্যানসি ছাড়াও কোরাস লাইনগুলোতে শোনা যাবে মিলন, সাফায়েতের কণ্ঠ। গানটি প্রকাশিত হচ্ছে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে।  


বিডি প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৬/হিমেল

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow