Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৭ অক্টোবর, ২০১৬ ১৫:৩২
আপডেট : ৭ অক্টোবর, ২০১৬ ১৫:৩৩
পান-মশলার বিজ্ঞাপনে জেমস বন্ড!‌
অনলাইন ডেস্ক
পান-মশলার বিজ্ঞাপনে জেমস বন্ড!‌

বিশ্বের অন্যতম জনপ্রিয় বন্ড নায়ক পিয়ার্স ব্রসনান। ‘‌টুমরো নেভার ডাইস’‌, ‘‌ডাই অ্যানাদার ডে’‌, ‘‌দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’‌-এর মতো বিশ্বখ্যাত ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই ব্রসনানই এবার কাজ করেছেন পান-মশলার বিজ্ঞাপনে। সাবেক এই বন্ডের এই কাণ্ডে রীতিমতো হতবাক ভক্তরা।

তার বিখ্যাত সংলাপ ‘‌মার্টিনি, শেকেন, নট স্টারড’‌, এখনো লোকের মুখে মুখে। সেই সংলাপ আর বলছেন না জেমস বন্ড। মার্টিনির বদলে এখন তার হাতে পানের মশলা। ব্রসনান বাস্তবে পান বা পানের মসলা খান কি না জানা যায়নি। কিন্তু বিজ্ঞাপনে তো কাজ করেছেন। সেই বিজ্ঞাপন নিয়েই রসিকতায় মেতেছে গণমাধ্যমগুলো। টিপ্পনির ঝড় সোশাল সাইটেও।

ভারতের প্রায় সব শহেরর বিলবোর্ডেই ব্রসনানের সেই পান-মশলার হোর্ডিং ছড়িয়ে পড়েছে ভারতের প্রায় সব শহরে। ৬৩ বছরের পিয়ার্স ব্রসনানকে নিয়ে এক ব্যক্তির টুইট, 'প্রিয়াঙ্কা চোপড়া রজনীগান্ধা চাবান। পিয়ার্স ব্রসনান পানবাহার। এখন বুঝছি, কেন জীবনে সফল হতে পারলাম না!‌ কাল থেকে পান-মশলা খাওয়া শুরু করব। ' আর একজনের ঠাট্টা, 'বন্ড, জেমস বন্ড বলার মাঝে পানমশলার পিক ফেলবেন ব্রসনান। '


বিডি প্রতিদিন/৭ অক্টোবর, ২০১৬/ফারজানা

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow