Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ৮ অক্টোবর, ২০১৬ ১৩:৩১
আপডেট :
আজ থেকে ফের অন্তর জ্বলবে জায়েদ-পরীর
অনলাইন প্রতিবেদক:
আজ থেকে ফের অন্তর জ্বলবে জায়েদ-পরীর
ছবি: সংগৃহীত

পিরোজপুরে টানা ৪৭ দিন আউটডোর শুটিং করে আলোচনায় এসেছিলো মালেক আফসারির 'অন্তর জ্বালা' ছবিটি। এবার শেষ লটের কাজ শুরু হল। আজ শনিবার থেকে টানা ৫ দিন শুটিং চলবে গাজীপুরের সোহাগ পল্লীতে। জায়েদ খান ও পরীমণি অভিনীত নির্মিতব্য এ ছবিটি ইতিমধ্যে আলোচনায় উঠে এসেছে। ছবির চরিত্রের প্রয়োজনে দুই জনই নিজেদেরকে বেশ ঘষে মেজে তৈরী করেছেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অন্যতম ছবি হতে পারে এটি।  

এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে জায়েদ খান বলেন, 'আমি পিরোজপুরের ছেলে। সে হিসেবে আমার এলাকায়ও ছবির শুটিং হয়েছে। অনেক পরিশ্রম করেছি এ ছবির জন্য। এ ছবিতে আমাকে মফস্বলের এক যুবকের ভূমিকায় দেখা যাবে, যে প্রয়াত নায়ক মান্নার ভক্ত। '

অন্যদিকে পরীমণি বলেন, 'আজ থেকে শেষ লটের কাজ শুরু হতে যাচ্ছে। সম্প্রতি কক্সবাজারে শুট করলাম 'ধুমকেতু'র। মাঝে দুই দিন ছিলাম পূর্ণাঙ্গ বিশ্রামে। বলতে পারেন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি এই দুই দিন। অন্তর জ্বালা ছবিটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। '

‘অন্তর জ্বালা’ ছবিতে আরও অভিনয় করেছেন নবাগত জয় ও নীড়। নাসির উদ্দিন প্রযোজিত জেড কে মুভিজ পরিবেশিত এ ছবির দৃশ্যধারণ হয়েছে পিরোজপুর, ঢাকাসহ বেশ কিছু লোকেশনে।


বিডি প্রতিদিন/ ৮ অক্টোবর ২০১৬/হিমেল

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow