Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১১ অক্টোবর, ২০১৬ ১৬:৩০
‘শেষ চুম্বন’ মুক্তি পাচ্ছে ১৬ ডিসেম্বর
অনলাইন ডেস্ক
‘শেষ চুম্বন’ মুক্তি পাচ্ছে ১৬ ডিসেম্বর

চলতি বছরের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা থাকলেও শিশুতোষ চলচ্চিত্র ‘শেষ চুম্বন’ মুক্তি পাচ্ছে ১৬ ডিসেম্বর। মুন্তাহিদুল লিটন সোমবার ছবিটির মুক্তির তারিখ ঘোষণা দেন।

ছবিটি সেন্সরে জমা পড়ে গত আগস্টে।

‘শেষ চুম্বন’ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন সানজিদা তন্ময়, নবাগত সাগর, শিশুশিল্পী রাইসা, শিমুল খান। লাকি মুভিজের ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি।

শিশুদের লালন-পালন ও যত্নের বিষয়ে বাবা-মা ও পরিবারের সদস্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধিই ছবির মূল উদ্দেশ্য। ‘শেষ চুম্বন’ ছবিতে দেখা যাবে একজন অপরাধী বাবা নিজের কর্মকাণ্ডের প্রায়শ্চিত্ব করতে আত্মহত্যার পথ বেছে নেয়। শেষ সময়ে তিনি নিজের সন্তানের কাছে একটি চুম্বন প্রত্যাশা করে।

বিডি প্রতিদিন/১১ অক্টোবর, ২০১৬/ফারজানা

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow