Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১৮ অক্টোবর, ২০১৬ ১৬:০৫
আপডেট : ১৮ অক্টোবর, ২০১৬ ১৯:১৩
রণবীর-ঐশ্বরিয়ার যত ঘনিষ্ঠ দৃশ্য
অনলাইন ডেস্ক
রণবীর-ঐশ্বরিয়ার যত ঘনিষ্ঠ দৃশ্য

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির টিজার কিংবা ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকে রণবীর কাপুর ও ঐশ্বরিয়া রাইয়ের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নেট দুনিয়ায় ঝড় উঠে। পরবর্তীতে পুত্রবধূর এমন দৃশ্যে অভিনয় দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বচ্চন পরিবার। এমনকি ঐশ্বরিয়ার শ্বশুর অমিতাভ বচ্চন ছবির পরিচালক করণ জোহরকে ঘনিষ্ঠ দৃশ্যগুলো  বাদ দেওয়ার অনুরোধও করেন। কিন্তু তাতেও কাজ না হওয়ার বচ্চন পরিবারের চাপা ক্ষোভ বিরাজ করছে বলে খবর প্রকাশ করে ভারতীয় মিডিয়া। পরবর্তীতে শোনা যায় ওই দৃশ্যবলিতে কাঁচি বসিয়েছে সেন্সর বোর্ড। সব মিলিয়ে মুক্তির আগেই আলোচিত-সমালোচিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।এখনও পর্যন্ত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির সবচেয়ে আলোচিত বিষয় রণবীর এবং ঐশ্বরিয়ার লাভ মেকিং দৃশ্য। যা নিয়ে নাকি বচ্চন পরিবারেও অসন্তোষ তৈরি হয়েছে।

 

ঐশ্বরিয়া নাকি প্রথম থেকেই করণ জোহরকে এ নিয়ে তার আপত্তির কথা জানিয়েছিলেন। যদিও করণ জোহর এস্থেটিক্যালি শুট করেছেন।

শুটিং শেষ হয়ে যাওয়ার পর ঐশ্বরিয়ার আপত্তিতেই নাকি বাদও দিতে হয়েছে ছবির বেশ কিছু দৃশ্য।

যদিও ছবির প্রধান নায়িকা অনুশকা শর্মা। কিন্তু এই বিতর্কের জেরে অনেক বেশি প্রচারে রয়েছেন বচ্চনবধূ।

সে কারণে অসন্তোষ তৈরি হয়েছে টিম ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মধ্যেও।

তবে ট্রেলারেই ঐশ্বরিয়ার পারফরম্যান্স মুগ্ধ করেছে সকলকে। ইন্ডাস্ট্রির অনেকে তো রণবীর-ঐশ্বরিয়ার জুটির অনেক সম্ভবনাও দেখছেন।

এর আগে ‘ধুম ২’-তে হৃতিকের সঙ্গে অনস্ক্রিন লিপলক করেছিলেন ঐশ্বরিয়া।

 

বলিউডের একটা বড় অংশের মতে, ঐশ্বরিয়ার এই পারফরম্যান্স বোল্ডনেসের (সাহসিকতা) দিক থেকে নতুন রেকর্ড তৈরি করবে।

 

বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৬/মাহবুব

 

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow