Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০১৬ ০৯:৪৩
আপডেট : ১৯ অক্টোবর, ২০১৬ ১১:৩৮
শরীরের 'উষ্ণতা' কমাচ্ছেন সানি
অনলাইন ডেস্ক
শরীরের 'উষ্ণতা' কমাচ্ছেন সানি

সাবেক পর্নস্টার সানি লিওনের শরীরের উষ্ণতা হঠাৎ বেড়ে গেছে। এ কারণে শরীর সুস্থ রাখতে বেশ কিছুদিন যাবৎ নিরামিষ খাবার খাওযার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এক টুইট বার্তায় একথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী নিজেই।

৩৫ বছরের এই অভিনেত্রী টুইটারে লিখেছেন, চিকিৎসকের পরামর্শ অনুসারে এখন থেকে তাকে নিরামিষ খাবারই খেতে হবে এবং অ্যালকোহল, দুগ্ধ জাতীয় খাবার এবং মশলাদার খাবার খাওয়া একেবারে নিষেধ। সানি চীনা চিকিৎসাবিদ্যায় আস্থা রাখেন। তাই সেই চিকিৎসার আশ্রয় নিয়েছেন।

এছাড়াও সানি জানিয়েছেন, তার রক্তে সংক্রমণ দেখা দিয়েছে এবং তার শরীরে উষ্ণতা বৃদ্ধি পেয়েছছে। আর সেই কারণেই তাকে শুধুমাত্র বিস্বাদ চা খেতে হচ্ছে। অবশ্য কি কারণে তার শরীরের উষ্ণতা বেড়ে গেছে তার কোনো সদুত্তর তিনি দেননি।


বিডি-প্রতিদিন/১৯ অক্টোবর, ২০১৬/মাহবুব

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow