Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২০ অক্টোবর, ২০১৬ ১২:০৫
আপডেট : ২০ অক্টোবর, ২০১৬ ১২:০৬
আমিরের পুরোনো ছবি ফাঁস!
অনলাইন ডেস্ক
আমিরের পুরোনো ছবি ফাঁস!

১৯৯২ সালে মুক্তি পাওয়া 'জো জিতা ওহি সিকান্দার' ছবিটি দিয়ে কোরিওগ্রাফি শুরু করেন ফারাহ খান। সম্প্রতি ছবির একটি স্থির চিত্র শেয়ার করেছেন তিনি। 'জো জিতা ওহি সিকান্দার'-এর শ্যুটিং চলাকালে আউটডোরে তোলা হয় ছবিটি। পুরো টিমই আছে এতে।

'জো জিতা ওহি সিকান্দার' ছবিটি পরিচালনা করেছিলেন বলিউড অভিনেতা আমির খানের চাচা মুনসুর খান। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আমির নিজেই। তাই স্থির চিত্রটির সুবাধে টগবগে তরুণ আমিরকেও দেখা গেছে। ছবিটির ডানদিকে একদম কোনায় বসে ছবিটি তোলেন তিনি।

ফারাহ লিখেছেন, 'পুরো টিমটাতে আমি একাই মেয়ে। তারপর সময়ের সঙ্গে কত কিছুতে পরিবর্তন এসেছে!' ছবিটি অভিষেক বচ্চনের কাছ থেকে পেয়েছেন ফারাহ। তাই অভিষেককেও ধন্যবাদ জানিয়েছেন বলিউডের জনপ্রিয় এই কোরিওগ্রাফার।

 

বিডি প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৬/ফারজানা

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow