Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২০ অক্টোবর, ২০১৬ ১৪:৫৩
আপডেট : ২০ অক্টোবর, ২০১৬ ১৪:৫৪
'দঙ্গল' এর ট্রেলার মুক্তি (ভিডিও)
অনলাইন ডেস্ক
'দঙ্গল' এর ট্রেলার মুক্তি (ভিডিও)

বড়দিনে মুক্তি পাবে আমির খান অভিনীত এ বছরের বহুপ্রতীক্ষিত বলিউডি ছবি ‘দঙ্গল’। তার আগে বৃহস্পতিবার মুক্তি পেল ‘‌দঙ্গল’‌–এর ট্রেলার।

'দঙ্গল' ছবিটি কুস্তিগির মহাবীর সিং পোগাটের জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আমির খান। মহাবীর সিং এর দুই মেয়ে গীতা ও ববিতার চরিত্রে অভিনয় করেছেন নবাগতা ফাতিমা সানা শেখ ও সানিয়া মলহোত্রা। আর আমিরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার বিখ্যাত অভিনেত্রী সাক্ষী তনওয়ার। ছবিটি পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি।

 

বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৬/মাহবুব

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow