Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২১ অক্টোবর, ২০১৬ ০৩:৩৬
আপডেট :
‘এক্স এক্স এক্স’র ২য় ট্রেইলারে দীপিকার বাজিমাত
অনলাইন ডেস্ক
‘এক্স এক্স এক্স’র ২য় ট্রেইলারে দীপিকার বাজিমাত

‘এক্স এক্স এক্স’ছবির মধ্যে দিয়ে হলিউডে অভিষেক হতে যাচ্ছে দীপিকা পাড়ুকোনের। ছবিটির প্রথম ট্রেইলার প্রকাশ পাওয়ার পর সেটি দর্শকদের হতাশ করেছিল। কিন্তু দ্বিতীয়টিতে বাজিমাত করলেন দীপিকা পাড়ুকোন। যেহেতু হলিউডে এটাই এই নায়িকার প্রথম ছবি সেহেতু তাকে নিয়ে দর্শকদের মধ্যে অনেক আশা অনেক বেশি।  

দীপিকাও নিরাশ করেননি। জমকালো পোশাক, চোখ ধাঁধানো অ্যাকশনে দীপিকা নজর কেড়েছেন সকলের। ছবিতে ভারতীয় শিকারি সেলেনা অঙ্গারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। সম্প্রতি বিগ বস হাউসে মুক্তি পেল এই ছবির নতুন ট্রেইলার। অনুষ্ঠানে হাজির ছিলেন দীপিকা নিজেই।

প্রথম ট্রেইলারেও ভরপুর অ্যাকশন ছিল। ছিল তারকা সমাবেশ। কিন্তু তার অধিকাংশ জুড়ে ছিলেন ছবির নায়ক ভিন ডিজেল। দীপিকাকে কয়েক সেকেন্ডের জন্য দেখা গিয়েছিল মাত্র। তবে দ্বিতীয় ট্রেইলারে তার উপস্থিতি ছিল চমকে দেয়ার মতই।  
 


বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৬/তাফসীর

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow