Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ২১ অক্টোবর, ২০১৬ ০৬:০৬
আতঙ্কগ্রস্ত কিম কার্দাশিয়ান
অনলাইন ডেস্ক
আতঙ্কগ্রস্ত কিম কার্দাশিয়ান
কিম কার্দাশিয়ান

কিছুদিন আগেই ডাকাতের খপ্পরে পড়েছিলেন কিম কার্দাশিয়ান। সেই আতঙ্ক এখনও কাঁটিয়ে উঠতে পারেননি তিনি।

‌ কিম কার্দাশিয়ানের বর্তমান এই পরিস্থিতির কথা জানালেন কিমেরই বোন কোর্টনি।

গত ৩ অক্টোবর প্যারিসে হোটেলের ঘরে লুটপাটের শিকার নন কিম। তখন তিনি শারীরিক নিগ্রহের সামনে না পড়লেও তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। ঘুমের ওষুধও খেতে হচ্ছিল তাঁকে। সেই অবস্থা যে এখনও কাটেনি, সেটা জানিয়ে দিলেন কোর্টনি।

অস্ট্রেলিয়ার একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে কোর্টনি বলেছেন, ‘‌কিম এমনিতে খুবই সাহসী মেয়ে। তবে ডাকাতির আতঙ্ক এখনও ওকে তাড়া করে বেড়াচ্ছে। আর্থিক ক্ষতিটা বড় কথা নয়। সন্তানের নিরাপত্তার কথা ভেবেই ও আতঙ্কিত হয়ে পড়েছে। এখনও নিয়মিত মনোবিদ এর পরামর্শ নিতে হচ্ছে আমার বোনকে। পরিবারের প্রতিটি সদস্য কিমের পাশে আছে। ’ ‌ 

 

বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৬/তাফসীর

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow