শিরোনাম
৪ ডিসেম্বর, ২০১৬ ০৯:৫৫

অভিভাবকত্ব হারাচ্ছেন ব্র্যাড-অ্যাঞ্জেলিনা

অনলাইন ডেস্ক

অভিভাবকত্ব হারাচ্ছেন ব্র্যাড-অ্যাঞ্জেলিনা

বিচ্ছেদের পর ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির মধ্যে ছয় সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াই চলছে। আইনি লড়াইয়ে এবার পালক দুই সন্তানের অভিভাবকত্ব হারাতে হতে পারে সাবেক দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলিকে। আর এই দুই পালক সন্তান হল ম্যাডক্স (১৫) ও প্যাক্স (১৩)।

মার্কিন গণমাধ্যম রাডার অনলাইন বলছে, আদালতের নির্দেশে দত্তক নেয়া দুই ছেলে ম্যাডক্স ও প্যাক্সকে তাদের জন্মদাতা বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে হতে পারে।

১৩ বছর বয়েসি প্যাক্সকে ভিয়েতনাম থেকে ২০০৭ সালে দত্তক নেয় এ জুটি। প্যাক্সের জন্মদাতা মা এ মুহুর্তে ভিয়েতনামের একটি জেলখানায় আছেন।

১৫ বছর বয়েসি ম্যাডক্স এর ক্ষেত্রে বিষয়টা যদিও আলাদা। ম্যাডক্সের কম্বোডিয়ান বাবা-মা আর বেঁচে নেই বলেই ধারণা করা হচ্ছে।

সূত্র জানায়, “দত্তক দুই ছেলেকে ফিরিয়ে দিতে হলে তা পিট ও জোলির জন্য খুবই দুঃখজনক একটি বিষয় হবে। কেননা তারা তাদের সন্তানদের ব্যাপারে খুবই স্পর্শকাতর আর বরারবরই তাদের মাঝে ভয় ছিলো হয়ত কোনো একদিন পালক সন্তানদের বাবা-মায়েরা তাদের সন্তানদের ফিরিয়ে নিতে আসবেন।”

 

বিডি-প্রতিদিন/৪ডিসেম্বর, ২০১৬/তাফসীর-৭

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর