৭ ডিসেম্বর, ২০১৬ ১৫:০৪

কবির বকুলের জামিন

অনলাইন ডেস্ক

কবির বকুলের জামিন

জাতীয় পুরস্কার জয়ী গীতিকার কবির বকুল জামিন পেয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ সদরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন প্রার্থনা করেন কবির বকুল। বিচারক মুহাম্মদ শহীদুল আমীন জামিন জামিন আবেদন মঞ্জুর করেন। প্রতারণার মামলায় গত ১ ডিসেম্বর কবির বকুল ও চলচ্চিত্র পরিচালক পি এ কাজলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পি এ কাজল এখনো পর্যন্ত জামিন আবেদন করেননি।  

গত ১৩ এপ্রিল সুনামগঞ্জের গীতিকার বাউল জবান আলী ওই মামলাটি করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, তার লেখা ‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’ গানটি জনপ্রিয় কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ তার ‘রোদেলা দুপুর’ অ্যালবামে গেয়েছিলেন। বাংলাদেশ বেতারসহ বিভিন্ন টেলিভিশনে গানটি প্রচারিত হয়। গানটি চলচ্চিত্র পরিচালক পিএ কাজল তার ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ ছবিতে ব্যবহার করেন। জবান আলীর অনুমতি না নিয়ে গীতিকার কবির বকুল গানটির অনেক শব্দ পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দিয়েছেন। 


বিডি প্রতিদিন/৭ ডিসেম্বর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর