১৬ জানুয়ারি, ২০১৭ ০৯:৩৩

'নারীদের সত্যিকার অর্থেই সিনেমায় দেখতে চাই'

নিজস্ব প্রতিবেদক

'নারীদের সত্যিকার অর্থেই সিনেমায় দেখতে চাই'

হলিউডের লিঙ্গ বৈষম্য নিয়ে মুখ খুললেন প্রভাবশালী অভিনেত্রী ও প্রযোজক রিজ উইদারস্পুন। তার মতে, প্রতিভাবান সব অভিনেত্রীদের দিয়ে নগন্য ভূমিকায় অভিনয়ের করানোর যে চর্চা হলিউডে চলছে সেটা এবার বন্ধ করা উচিত।

ক্যালিফোর্নিয়ায় একটি সংবাদ সম্মেলনে কথা বলার সময় ৪০ বছর বয়সী এ অভিনেত্রী বলেন, যথেষ্ঠ হয়েছে। এ ব্যবস্থার এখনই পরিবর্তন প্রয়োজন। আমরা নারীদের সত্যিকার অর্থেই সিনেমায় দেখতে চাই। এটা করা উচিত। নাম মাত্র বাজেটের ছবিতে তাদের আর দেখতে চাই না।  

রিজ উইদারস্পুন বলেন, আমরা নারীদের সত্যিকার অভিজ্ঞতার প্রকাশ দেখতে চাই সিনেমায়। এটা হতে পারে তাদের ওপর চলা পারিবারিক সহিংসতা কিংবা যৌন নিপীড়ন। এসব সিনেমা নির্মাণ করা হতে পারে তাদের মাতৃত্বকে ঘিরে কিংবা তাদের রোমান্স, বন্ধ্যাত্ব কিংবা বিচ্ছেদের গল্প নিয়ে। 


বিডি প্রতিদিন/১৬ জানুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর